বাংলাদেশের ঈদ হচ্ছে আনন্দ - উৎসবমুখোর

লিখেছেন লিখেছেন শেখ সাদী ০৯ আগস্ট, ২০১৩, ০২:৪৭:১২ দুপুর



বাংলাদেশের ঈদ হচ্ছে আনন্দ - উৎসবমুখোর । বাংলাদেশের মানুষ যার যার অবস্থান থেকে ঈদ উৎসব পালন করে । শুধু মাত্র ধনী লোকেরা ঈদ আনন্দ করবে অথবা শুধু মাত্র গরীবরা ঈদ আনন্দ করবে তা না । সবাই যার যার অবস্থান থেকে মিলেমিশে ঈদ আনন্দ করে ।

ঈদ পূর্বে যার যার যেমন সামর্থ্য আছে সেই পরিমানে নতুন পোষাক কিনে । কেউ অভিজাত মার্কেট থেকে , কেউ ফুটপাতের মার্কেট থেকে পোষাক কেনাকাটা করে। আর সবারটাই নতুন । এ কারনে সবার মনে থাকে আনন্দ । জাতীয় ঈদ গাঁ , জাতীয় মসজীদ , অভিজাত পাড়ার মসজীদ ,পাড়া-মহল­ার মাঠে –ময়দানে , স্কুল-কলেজের মাঠে , গ্রামের শুকনো কৃষি ক্ষেতে ঈদের সালাত আয়োজন করা হয় । যার যেখানে সুবিধা সে সেখানে সালাত আদায় করে । পরিচিত- অপরিচিত মানুষের সাথে কোলাকুলি করে । সবার মুখে থাকে হাসি । মুখে মুখে সবাই বলে “ঈদ মোবারক ” “ঈদ মোবারক”।

ঘরে ঘরে রান্না করা হয় ভুনা সেমাই , লাচ্ছা সেমাই , মাংস , পোলাউ , খিচুরী , চটপটি , ফুসকা , ফিরনী , পায়েস ।মেহমানদের আপ্যায়ন করার জন্য যার যেমন সামর্থ্য আছে তাই আয়োজন করে । এ দিন বাড়ীর কাজের লোকটি ,গাড়ীর ড্রাইভার সাহেবের বাড়ীতে বসে খাবারের দাওয়াত পায় । তাদের ছোট্র সন্তানটি সাহেবের সন্তানের সাথে খেলা করে ।

যে যার মত একাকী , দলবেঁধে ,বন্ধু - বান্ধুবীদের নিয়ে, মা-বাব কে নিয়ে অথবা আত্নীয় স্বজনদের নিয়ে শিশু পার্ক, চিড়িয়া খানা , রমনাপার্ক , জাতীয় জাদুঘর , ফ্যান্টসী কিংডম , নন্দন পার্ক ঘুরতে যায় । যেখানে যার যাওয়ার সামর্থ্য আছে সে সেখানে চলে যায় । মনের আনন্দে ,মন খুলে ঘুরে বেড়ায় । হেসে খেলে আনন্দ করে ।

গ্রামের মানুষ , শহরের মানুষ , ধনী মানুষ , গরীব মানুষ , বড় মানুষ ,ছোট মানুষ । সবার পড়নে থাকে রংঙে -বেরংঙের নতুন কাপড় । রাস্তা-ঘাটে , মাঠে- ময়দানে তৈরী হয় বৈচিত্রপূর্ণ কালারফুল পরিবেশ । কে কোথায় থেকে কাপড় কিনেছে থাকেনা এই পার্থক্য । তখন ফুটে উঠে কাকে বেশী সুন্দর লাগছে , কাকে বেশী চমৎকার লাগছে ।

হিন্দু, খ্রীষ্টান, বৌদ্ধ সহ অন্যান্য ধর্মের লোকেরা তাদের ঘরে ইফতারির আয়োজন করে , ঈদের জন্য নতুন কাপড় কেনাকাটা করে । ঈদের দিন সেমাই, মুগীর মাংস, পোলাউ রান্না-বান্না করে । মুসলমান বন্ধু -বান্ধুবীদের বাড়ীতে ঘুরতে যায় । তাই বাংলাদেশের ঈদ হয় সকল সম্প্রদায়ের জন্য উৎসবের দিন ।

ছোটদের -বড়দের , দূরের -কাছের ,বন্ধুদের-বান্ধুবীদের , প্রতিবেশী- আত্নীয় স্বজন সবাইকে মজাদার- জোকস , ছন্দে- ছন্দে ছড়া মিলিয়ে পাঠানো হয় ঈদ শুভেচ্ছা s.m.s.। s.m.s. পেয়ে কেউ হাসে, কেউ মজাপায় আবার কেউ প্রতি উত্তর জানায় ।

বাংলাদেশটাই এমন । এ দেশের মানুষগুলোই এমন । সব উৎসব সবাই মিলেমিশে পালন করে । যে যেখানে থাকে , যার যেমন সামর্থ্য আছে , সে সেখান থেকে নিজের মত করে ঈদ উৎসব পালন করে ।

“ঈদ আইছে ক্যান , তাইলে সব্বাইকে ঈদ মোবারক”

বিষয়: বিবিধ

১৯৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File